হাসপাতালের নর্দমা থেকে কিশোরীর লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/17/photo-1429268395.jpg)
কিশোরগঞ্জ জেলা হাসপাতালের নর্দমা থেকে আজ শুক্রবার দুপুরে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
কিশোরগঞ্জ জেলা হাসপাতালের নর্দমা থেকে আজ শুক্রবার দুপুরে এক কিশোরীর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কিশোরীর নাম রোজিনা আক্তার। সে কিশোরগঞ্জ সদর উপজেলার চরপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে। রোজিনা হাসপাতাল চত্বরে ভবঘুরের মতো ঘুরে বেড়াত বলে পুলিশ জানিয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আজ শুক্রবার দুপুর ২টার দিকে জেলা হাসপাতালের নর্দমায় কয়েকজন পথশিশু এক কিশোরীকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি জানান, সকালেও মেয়েটিকে হাসপাতাল চত্বরে ঘুরতে দেখেছে হাসপাতালের লোকজন। মৃত্যুর ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। ঘটনার তদন্ত করা হচ্ছে।