আট শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়
পহেলা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে আদিবাসী এক ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় আট ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্য বিশেষ ক্ষমতাবলে অভিযুক্ত আটজনকে সাময়িক বহিষ্কার করেন। আজ কার্যালয় থেকে এই আদেশ জারি করা হয়।তবে বহিষ্কৃতদের নাম প্রকাশ করা হয়নি।
গত মঙ্গলবার পহেলা বৈশাখে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর হাতে যৌন নিপীড়নের শিকার হন উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক আদিবাসী ছাত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী। ওই দিনই উপাচার্য লিখিত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের কাছে হস্তান্তর করেন। এই সেলের প্রধান রাশেদা আখতার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা একটি সভা করার চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব আমরা কাজ শুরু করব।’
ছাত্রী লাঞ্ছনার ঘটনায় গত বৃহস্পতিবার পাঁচ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ছাত্রলীগ বহিষ্কারের তালিকায় আছেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য নিশাত ইমতিয়াজ বিজয়, শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক নাফিজ ইমতিয়াজ, ছাত্রলীগকর্মী আবদুর রহমান ইফতি, রাকিব হাসান ও নুরুল কবীর।
যাঁদের নামে অভিযোগ হয়েছে, প্রাথমিকভাবে তাঁদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাস্তি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছিল ছাত্রলীগ।
উপাচার্য ফারজানা ইসলাম জানান, প্রশাসনিক আদেশের মাধ্যমে আটজনকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ও অভিযোগকারী কারো নাম প্রকাশ না করার নির্দেশ রয়েছে।
এদিকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ থেকে যৌন নিপীড়নের বিচারের দাবিতে আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে নিপীড়নকারীদের আজীবন বহিষ্কার, নিপীড়নকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের ও নিপীড়িত শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে মঞ্চ থেকে।