শ্বাসরোধে নয়দিনের শিশু খুন, চাচা পলাতক!
ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামে নয়দিন বয়সের এক ছেলেশিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এরপর থেকে শিশুটির চাচা পলাতক।
সন্ধ্যায় শিশুটির মরদেহ নিয়ে স্বজনেরা থানায় যান। এ সময় নিহত শিশু আবিরের নানি মুসলিমা খাতুনসহ স্বজনরা ঘাতকের বিচার দাবি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীরেন্দ্রনাথ সরকার বলেছেন, ময়নাতদন্ত করার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় নিহত শিশুটির বড় চাচা রিংকু খাঁ পলাতক রয়েছেন। নিহত শিশুর বাবা সাঈদ খাঁ এ সময় বাড়িতে ছিলেন না।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সম্প্রতি কলমনখালী গ্রামের সাঈদ খাঁ একই গ্রামের আফরিনা খাতুনকে বিয়ে করেন। এ বিয়েতে সাঈদের পরিবারের সবাই রাজি হলেও তাঁর বড় ভাই রিংকু খাঁ রাজি ছিলেন না।
আবিরের নানি মুসলিমা খাতুন জানান, বিকেল ৩টার দিকে তাঁর মেয়ে আফরিনা খাতুন কাজে ব্যস্ত ছিলেন। বিকেলে আবির ঘরে ঘুমিয়েছিল। এই সময় আফরিনার বড় ভাসুর রিংকু তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান।
স্বজনদের অভিযোগ, শিশু হত্যার ঘটনাটি ধাপাচাপা দেওয়ার চেষ্টা করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল।