জঙ্গিবাদ প্রতিহত করার আহ্বান

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেছেন, ‘বাঁচলে গাজী মরলে শহীদ’ এই ফতোয়া পাঠ করিয়ে যারা তরুণদের মগজ ধোলাই করেছেন তাঁরা সাবধান হয়ে যান। জননেত্রী শেখ হাসিনা যেভাবে এর আগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সন্ত্রাস নির্মূল করেছিলেন ঠিক এবারও দেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করবেন।
আজ মঙ্গলবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে এ কথা বলেন এম এ খালেক। বৃষ্টি উপক্ষো করে জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী যুবসমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আওয়ামী যুবলীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যেখানেই জঙ্গি থাকবে সেখানেই প্রতিহত করতে হবে। প্রশাসনকে তাদের কাজ করার জন্য সহযোগিতা করতে হবে। অভিভাবকদের উদ্দেশে আসাদুল বলেন, ‘আপনাদের সন্তানদের খোঁজখবর নেন। বাংলাদেশ জঙ্গিবাদের আস্তানা হতে পারে না।’
জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘জঙ্গিবাদ রুখতে জেলার প্রতিটি উপজেলা, গ্রাম এমনকি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠন করা হবে।’
জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে যুব সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক রফিকুল ইসলাম, সদস্য বাবলু রহমান , মিজানুর রহমান, মোহাম্মদ মিন্টু, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, গাংনী উপজেলা সভাপতি মোশাররফ হোসেন, মুজিবনগর উপজেলা সভাপতি কামরুল হাসান চাঁদু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান।