চান্দিনায় মাধাইয়া ইউপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/27/photo-1469599872.jpg)
কুমিল্লার মাধাইয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. অহিদ উল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন ভূঁইয়া। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে মাধাইয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. অহিদ উল্লাহর কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন ভূঁইয়া।
মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মজিবুর রহমান, মাধাইয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম, মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফরিদ উদ্দিন সরকার, মো. মনিরুল ইসলাম আড়তদার, মাওলানা মো. ছফিউল্লাহ প্রমুখ।