সাভারে ডাকাত সন্দেহে গণপিটুনি, দুজন নিহত
রাজধানীর উপকণ্ঠ সাভারের ভাকুর্তা ইউনিয়নের বটতলার হিন্দুপাড়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। আজ শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, ভোররাতে ১০-১২ জন সশস্ত্র ডাকাত ব্যবসায়ী সুনীলের ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় তারা আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। বাড়ির অন্য লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে ডাকাতদল সুনীলকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এ দলে থাকা অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতের মরদেহ উদ্ধার করে।
ওসি আরো বলেন, ডাকাতদের হামলায় আহত ব্যবসায়ী সুনীলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।