মেহেরপুরে বাসের ধাক্কায় মোয়াজ্জিন নিহত

মেহেরপুর সদর উপজেলার আলমপুর নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় আবদুল করিম (৬৫) নামের মসজিদের মোয়াজ্জিন নিহত হয়েছেন।
নিহত আবদুল করিম আলমপুর গ্রামের নোনাপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
আজ বুধবার রাত ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ঘটনার সময় বৃদ্ধ আবদুল করিম এশার নামাজ আদায় শেষে বাইসাইকেলে করে আলমপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত আবদুল করিম স্থানীয় নোনপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন হিসেব দায়িত্বরত ছিলেন।
খবর পেয়ে মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।