মুন্সীগঞ্জে আবারও টিন কেটে দোকানে চুরি
এক মাসেরও কম সময়ের মধ্যে মুন্সীগঞ্জ শহরে আবারও টিনের চাল কেটে দোকানে চুরির ঘটনা ঘটল। এবার মুন্সীগঞ্জ শহরের বড় বাজারসংলগ্ন এলাকায় একটি মুদি ও দুটি মনিহারি দোকানে চুরি হয়েছে। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে।
চোরেরা তিনটি দোকানের ক্যাশ বাক্স ভেঙে দুই লাখ ৬০ হাজার টাকা চুরি করে বলে জানান দোকানিরা।
আজ শুক্রবার সকালে বড় বাজারে গিয়ে দেখা যায়, চুরির শিকার তিনটি দোকান পাশাপাশি। দোকান ঘিরে লোকজনের ভিড়।
মুদি দোকান গোপাল স্টোরের মালিক রাজু রায় জানান, প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। আজ শনিবার সকালে দোকান খুলে দেখেন ক্যাশ বাক্স ভাঙা। চোরেরা দোকানের টিনের চাল কেটে এক লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।
সুমিনা ভ্যারাইটিজ স্টোরের মালিক হারুন ও নাহিদ কসমেটিক্সের মালিক মো. শাকিল জানান, মুদি দোকানে যেভাবে চুরি হয়েছে তাঁদের দোকানেও একই ভাবে চুরি হয়েছে। তাঁদের দোকান থেকে ৫০ হাজার করে এক লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। এর আগেও এই বাজার রোড এলাকায় স্বর্ণের দোকানসহ বেশ কয়েকটি দোকানে চুরি হয়।
বড় বাজার এলাকায় চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানিরা আক্ষেপ করে জানান, গত ২৫ মার্চ রাতে মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট বাজারে শাহজালাল স্টোর থেকে একই কায়দায় দোকানে ঢুকে ১২ লাখ টাকা চুরি করা হয়। ওই ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়লেও পুলিশ তেমন কিছুই করতে পারেনি। এরও এক মাস আগে মুন্সীগঞ্জ থানার ৩০-৫০ গজের মধ্যে দুটি সোনার দোকানে চুরি হয় কিন্তু কিছুই হয়নি।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বড় বাজার কমিটির সভাপতি আরিফুল ইসলাম আরিফ ও মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কবির সৈকত ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ব্যবসায়ীদের।
যোগাযোগ করা হলে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এমদাদ হোসেন এনটিভি অনলাইনকে জানান, গতকাল রাতের চুরির ঘটনা তাঁর জানা নেই। এর আগে আগে মুন্সীরহাট বাজারে চুরির ঘটনায় সন্দেহজনকভাবে দুজনকে আটক করা হয়েছিল। ওই ঘটনার তদন্ত চলছে। চুরি রোধে টহল জোরদার করা হবে বলেও আশ্বাস দেন এএসপি এমদাদ।