বিএনপি-জামায়াত সিটি নির্বাচনের পরিবেশ নষ্ট করছে : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেছেন, সন্ত্রাসীদের নিয়ে প্রচারণা চালিয়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা সিটি করপোরেশনের নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইছে।
আজ শনিবার সকালে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী এ সময় আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি দেখে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। তাই দেশে হরতাল অবরোধ দিয়ে সাধারণ মানুষকে মারার পাঁয়তারা করছে। সিটি করপোরেশন নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করে খালেদা জিয়াকে দাঁতভাঙা জবাব দেবে।
সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মাসুদ খান রানা, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আইয়ুব আলী, আহলাদ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।পরে মন্ত্রী সাভারের মুশুরী খোলা এলাকায় একটি মসজিদের উদ্বোধন করেন।