গাংনীতে পুকুরে ডুবে স্কুলছাত্র নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার ভিটেপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে ফরহাদ হোসেন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় ফরহাদ।
নিহত ফরহাদ হোসেন গাংনী আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের ছেলে। সে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়ত।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এম কে রেজা জানান, হাসপাতালে আনার আগেই ফরহাদের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান, আজ বেলা ১২টার দিকে ফরহাদ হোসেন ও তার কয়েকজন বন্ধু মিলে ভিটেপাড়া এলাকার হাজি মহসিন আলীর পুকুরে গোসল করছিল। হঠাৎ করে ফরহাদ গভীর পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।