পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার
পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় থানার পুলিশ। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার সাতমেরা গোয়ালঝাড় এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) শামিদ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ জুমার নামাজ শেষে গোয়ালঝাড় এলাকা থেকে আইয়ুব আলীকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, আইয়ুব আলীর বিরুদ্ধে পঞ্চগড় থানায় সন্ত্রাস ও নাশকতার পাঁচটি মামলা রয়েছে। তিনি এসব মামলার পলাতক আসামি।