গাংনীতে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কুঠিগোয়াল গ্রামের মরা নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৫০।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে মরা নদীর কুঠিগোয়াল গ্রামের দজ্জর ঘাট এলাকা থেকে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মরা নদীর দজ্জর ঘাট এলাকায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পাড়ে তোলার পর পুলিশকে খবর দেন।
ওসি আরো জানান, বৃদ্ধ পানিতে ডুবে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।