ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী নামক স্থানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে কালীগঞ্জ-জীবননগর সড়কে এ ঘটনা ঘটে ।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি গুলি, তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তি হলেন মহেশপুর উপজেলার বদ্যিপুর গ্রামের মৃত কুরন মন্ডলের ছেলে রমজান আলী (৪৫)। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ, মহেশপুর ও ঝিকরগাছা থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, শুক্রবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে কালীগঞ্জ-জীবননগর সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টা করার সময় টহল পুলিশ খবর পেয়ে সেখানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা ককটেল ছুড়ে মারে। পুলিশ ১০ মিনিট ধরে গুলি চালায়। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তিনি আরো জানান, ডাকাতদলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
ডাকাতদলে কতজন ছিল তা নিশ্চিত করতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার। রাতেই লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য আজ শনিবার সকালে লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।