পদ্মার স্রোতে পারাপার ব্যাহত
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এ কারণে ঘাট এলাকায় যানবাহন আটকে জটের সৃষ্টি হয়েছে।
এদিকে গোয়ালন্দের কাছে দৌলতদিয়ায় পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
প্রবল স্রোত এবং ভাঙনের কারণে এ নৌপথের ২ নম্বর এবং ৪ নম্বর ফেরিঘাট দুটি বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ২ নম্বর ফেরিঘাটটির পন্টুনের মেরামত এবং ৪ নম্বর ফেরিঘাটটির অ্যাপ্রোচ সড়কের পাইলিংয়ের কাজ চলছে। ৪ নম্বর ফেরিঘাটটি চালু হতে আরো দু-তিনদিন সময় লাগতে পারে।
কর্তৃপক্ষ জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ১৮টি ফেরির মধ্যে ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। প্রবল স্রোতের কারণে পাঁচটি দুর্বল ফেরি বন্ধ রাখা হয়েছে। এতে করে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।
গোয়ালন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ কুমার ঘোষ জানান, পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে নদীতীরবর্তী দৌলতদিয়া এবং দেবগ্রাম ইউনিয়ন দুটির বেশ কয়েকটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া পানির কারণে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারছে না।