কুমিল্লায় অস্ত্র কারখানার সন্ধান, র্যাবের অভিযান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/30/photo-1469894854.jpg)
কুমিল্লা মহানগরী শুভপুর এলাকায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে র্যাব তিনজনকে গ্রেপ্তার করে। ছবি : এনটিভি
কুমিল্লা মহানগরী এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজীব, রনি ও শহীদ।
র্যাব ১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা কায়জার সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগরীর শুভপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ‘নয়ন ভিলা’ নামে একটি বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় অস্ত্র তৈরি করা অবস্থায় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় পাইপগান, এলজি তৈরির সরঞ্জাম, গানপাউডার জব্দ করে র্যাব।
মেজর মোস্তফা কায়জার আরো জানান, এটি দেশে চলমান জঙ্গি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে বিশেষ অভিযান। এই অভিযান অব্যাহত থাকবে।