কুষ্টিয়ায় ডাকাত সন্দেহে আটক ৪
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/03/photo-1470193466.jpg)
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের আলমের ইটভাটার কাছ থেকে ডাকাত সন্দেহে চারজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ চারজনকে আটক করা হয়। ওই সময় তাঁদের কাছ থেকে চারটি বোমা জব্দ করা হয় বলে দাবি করেছে স্থানীয়রা।
আটক ব্যক্তিরা হচ্ছেন- দৌলতপুর উপজেলার শরিষাডুলি গ্রামের মতিউর রহমান (৩৫), একই উপজেলার আদাবাড়িয়া গ্রামের শরিফুল ইসলাম (৩৮), গোয়াল গ্রামের রুবেল আহমেদ (২৫) ও মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের রিয়াজুল ইসলাম (৩৫)।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চিথলিয়ায় ইটভাটার কাছে ছয়জন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া দেয়। তাঁদের মধ্যে চিথলিয়ার চিহ্নিত ডাকাত সিরাজ ও ইমারুলও ছিলেন। ধাওয়া দেওয়ার সময় ওই দুজন পালিয়ে যান। বাকি চারজনকে ধরে পুলিশে দেওয়া হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, এলাকাবাসী ডাকাতদের সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে ধাওয়া করে। এ সময় তাঁরা চারজনকে আটক করে। স্থানীয়রা তাঁদের কাছ থেকে চারটি হাতে তৈরি বোমা উদ্ধার করেছে।
ওসি বলেন, সিরাজ ও ইমারুলের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিক বাবলু রঞ্জন বিশ্বাস ও মারফত আফ্রিদির দুটি মোটরসাইকেল ডাকাতির মামলা রয়েছে। তিনি আরো বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।