‘বন্দুকযুদ্ধে’ নিহত নজরুল মঠের অধ্যক্ষ হত্যার আসামি
রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মুহাম্মদ নজরুল ইসলাম ওরফে বাইক হাসান পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যা মামলার আসামি বলে জানিয়ে পুলিশ।
পুলিশ জানায়, অভিযোগপত্রের চার নম্বর আসামি নজরুল। গত সোমবার গভীর রাতে রাজশাহী মহানগরীর আশরাফের মোড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তাঁর মৃত্যু হয়।
মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যার পর থেকে নজরুল পলাতক ছিলেন। নজরুলের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার গজপুরী গ্রামে।
নজরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলারও আসামি। অধ্যাপক রেজাউল হত্যায় জড়িত অপর আসামি মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহর স্বীকারোক্তিমূলক জবানবন্দি এ তথ্য জানিয়েছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মহন্ত জানান, অভিযোগপত্রে দেবীগঞ্জের সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যাকাণ্ডে রাজশাহীতে নিহত নজরুলকে অস্ত্র বহনকারী, পরিকল্পনাকারী, হত্যাকারী ও বাইকচালক হিসেবে উল্লেখ করা হয়। ঘটনার দিন সকালে নজরুল, রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ও শফিউল ইসলাম ওরফে ডন মোটরসাইকেলে করে মঠে আসেন। নজরুল মোটরসাইকেলে বসে থাকেন। রাজিবুল ও শফিউল মোটরসাইকেল থেকে নেমে মঠের ভেতরে যান। যজ্ঞেশ্বর রায়কে চাপাতি দিয়ে কোপ দেন রাজিবুল এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করেন। রাজিবুল ও শফিউল দুজনেই পিস্তল দিয়ে গুলি করেন। ককটেল ফাটিয়ে মোটরসাইকেলে করে আবার তারা চলে যান।
ওসি জানান, এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘নজরুলের নিহত হওয়ার বিষয়টি শুনেছি। সে দেবীগঞ্জের মঠ অধ্যক্ষ হত্যায় আসামি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’