পঞ্চগড়ে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পঞ্চগড় থেকে গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে লাগানো গাঁজা গাছসহ সোহরাব আলী (৪৫) নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় থানার উপপরিদর্শক শামিদুল্লাহ একদল পুলিশ নিয়ে গত রাতে সোহরাব আলীর বাড়িতে অভিযান চালান। সেখানে সোহরাবের ঘরের পাশে লাগানো গাঁজার বাগান দেখতে পান। পরে পুলিশ বাগানের আটটি গাঁজা গাছসহ তাঁকে গ্রেপ্তার করে। সোহরাবের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।