কুবি ছাত্রলীগ নেতা হত্যা, আটক বিপ্লবের স্বীকারোক্তি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/06/photo-1470505023.jpg)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ হত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বিপ্লব চন্দ্র দাস। আজ শনিবার বিকেলে কুমিল্লার ৯নং আমলি আদালতের বিচারক ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে এই জবানবন্দি গ্রহণ করা হয়।
পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিপ্লব চন্দ্র দাস একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ষষ্ঠ ব্যাচের ছাত্র। গত শুক্রবার ঢাকার রামপুরা থেকে বিপ্লবকে আটক করা হয় বলে জানায় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল আলম বলেন, ‘ওই ছাত্র হত্যার ঘটনায় বিপ্লব নামে আরেকজনকে ঢাকা থেকে আটক করা হয়েছে। বিপ্লব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’ মামলার তদন্ত চলছে বলে তিনি জানান।
গত ১ আগস্ট দিবাগত রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নজরুল হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালন শেষে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় গোলাগুলিতে মার্কেটিং সপ্তম ব্যাচের ছাত্র খালিদ সাইফুল্লাহ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাত দেড়শজনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক ছয়জনকে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।