গলাচিপায় বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন
পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী আবু তালেব মিয়া।
আজ রোববার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন আবু তালেব।
সকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল নগণ্য। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী।
সংবাদ সম্মেলনে দলীয় কার্যালয়ে আবু তালেব মিয়া বলেন,
সব কটি কেন্দ্রে অনিয়ম ও জাল ভোট হয়েছে।
এদিকে আওয়ামী লীগের কার্যালয়ে আরেক সংবাদ সম্মেলনে দলটির মেয়র প্রার্থী ওহাব খলিফা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ আখ্যা দেন। তিনি বলেন, বিএনপি প্রার্থীর ভোট বর্জন দুঃখজনক।
এদিকে, জাল ভোটের মহড়া দেওয়াকে কেন্দ্র করে ৭ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।