ডোমার পৌর নির্বাচনে আ. লীগ তৃতীয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/07/photo-1470585360.jpg)
নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনছুরুল ইসলাম দানু তিন হাজার ৩৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। আজ রোববার ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
মনছুরুল ইসলাম দানু ডোমার উপজেলা বিএনপির সভাপতি। নির্বাচনের আগে বিএনপি তাঁকে মেয়র পদে মনোনয়ন দিতে চাইলেও তিনি নেননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার কথা দলকে জানান। এ কারণে বিএনপিও এই নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।
নির্বাচনে দানুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অপর স্বতন্ত্র প্রার্থী আবু সুফিয়ান লেবু। তিনি পেয়েছেন তিন হাজার ৩২৮ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু পেয়েছেন দুই হাজার ২৭৩ ভোট। জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কাজী আবু জাফর পেয়েছেন ৬৮৭ ভোট।
আজ সকাল ৮টায় পৌরসভার ৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে কোনো প্রকার বিরতি ছাড়াই একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রতিটি ভোটকেন্দ্রেই ছিল নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা অনেক বেড়ে যায়। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ করা গেছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে সাধারণ ভোটারদের অভিমত।
এবারের নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে আনসার ও ভিডিপির দুজন অস্ত্রধারীসহ ১৭ জন, পুলিশ পাঁচজন, ৯টি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট তিনজন, র্যাবের তিনটি টহল দল, বিজিবি ১ প্লাটুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
৯টি ভোট কেন্দ্রের ৩৮টি কক্ষের জন্য ৯ জন প্রিসাইডিং অফিসার, ৩৮ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৭৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।
ডোমার পৌর নির্বাচনে ৯টি কেন্দ্রের ৩৮টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ হাজার ৯১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ হাজার ৮৮০ জন ও নারী ভোটার ছয় হাজার ৩৭ জন।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জানান, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে।