নোয়াখালীতে নানক
শোকের মাসে উল্লাসকারীদের নির্মূল করতে হবে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/13/photo-1471081652.jpg)
নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। ছবি : এনটিভি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শোকের মাসে যারা কেক কেটে উল্লাস করে, তাদের সমূলে নির্মূল করতে হবে।
আজ সকাল ১০টার দিকে নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে নানক এ কথা বলেন।
নানক বলেন, ‘আইএসকে খুশি করার জন্য দেশে খালেদা জিয়া বিভিন্ন ধরনের প্রচার চালাচ্ছেন। এটি এখন এ দেশের জনগণের জন্য উপহাস ছাড়া কিছুই নয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ ইসলাম জ্যাকব। জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।