মধ্যবর্তী নির্বাচন চায় এলডিপি

সব রাজনৈতিক দলের অংশগ্রহণে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই দাবি জানান দলটির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
এলডিপির সভাপতি বলেন, ‘সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন যা হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ। অন্যথায় দেশে স্থিতিশীলতা বজায় রাখা বা জনগণকে আস্থায় নেওয়া সম্ভব হবে না।’
অনুষ্ঠানে অলি আহমদ বলেন, মধ্যবর্তী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা আলোচনার মাধ্যমে ঠিক করা যাবে। তবে যেই প্রক্রিয়াই হোক না কেন তা যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় বারবার সেই দাবিই জানিয়েছেন তিনি।
অলি আহমদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আপনি যে কোনো কারো অধীনে করতে পারেন। শুধু একটা কাজ করলেই হবে। সেটা হলো প্রত্যেক ভোটার ভোটকেন্দ্রে আইডি কার্ড নিয়ে প্রবেশ করবে। আইডি কার্ডের নম্বরটা ব্যালট পেপারের উভয় দিকে লিপিবদ্ধ থাকবে।’
দেশের বর্তমান জঙ্গি হামলাসহ সব সংকটের জন্য সরকারই প্রধানত দায়ী বলে অভিযোগ করেন এলডিপির সভাপতি। তিনি বলেন, যুবসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারার জন্যই দেশে এ ধরনের ঘটনা ঘটছে। দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে অলি আহমদ বলেন, বর্তমান সংকট মোকাবিলা করতে হলে মধ্যবর্তী নির্বাচনের কোনো বিকল্প নেই।