হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ : সুইডিশ রাষ্ট্রদূত
ব্যবসা-বাণিজ্য প্রসারে দিনাজপুরের হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।
চারদিনের সফরে দিনাজপুর ও রংপুরে এসে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় হিলি স্থলবন্দর পরিদর্শন করেন সুইডেনের রাষ্ট্রদূত। তিনি স্থলবন্দরের বেসরকারি ওয়্যার হাউস পানামা পোর্টের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। এরপর তিনি পানামা পোর্টের সভাকক্ষে পানামা পোর্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বলেন, বাংলাদেশ ও ভারতের সাথে বাণিজ্যের দিক থেকে এই বন্দর খুবই গুরুত্ব বহন করছে। আর এ কারণে বন্দরের মাধ্যমে ক্রমেই ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে। সুইডেনের ব্যবসায়ীদের কাছে এই বন্দরের গুরুত্ব তুলে ধরা হবে বলে তিনি জানান।
সফরকালে রাষ্ট্রদূতের সাথে ছিলেন সুইডেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি মিয়া হেলেন, কন্ট্রোলার রিয়াজুল ইসলাম, হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম, বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, পানামা পোর্টের সহব্যবস্থাপক এস এম হায়দার, ব্যবসায়ী নেতা জামিল হোসেন চলন্ত প্রমুখ।