ইবিতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/15/photo-1471274294.jpg)
জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শোক র্যালি, নীরবতা পালন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মিলাদ মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন, শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদের দুই পক্ষ, ছাত্রলীগের আয়োজনে পৃথক পৃথকভাবে কর্মসূচিগুলো পালিত হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত করেন উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান এবং কালো পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা উত্তোলন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর সকাল ১০টায় উপ-উপাচার্য ড. শাহিনুর রহমানের নেতৃত্বে একটি শোক র্যালি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. সেলিম তোহা, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. রাশিদ আশকারী, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. কামাল উদ্দীন, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এদিকে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু পরিষদের একাংশের আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষে একটি শোক র্যালি বের হয়। আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে শোক র্যালিটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. কামাল উদ্দীন প্রমুখ। পরে তাঁরা বিশ্ববিদ্যালয় ক্লাবে ‘বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি’ শীর্ষক আলোচনাসভা এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।
অপরদিকে বঙ্গবন্ধু পরিষদের অপর অংশের নবগঠিত কমিটির সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহামনের নেতৃত্বে প্রশাসন ভবন থেকে শোক র্যালি বের হয়ে কেন্দ্রীয় মসজিদে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তারা অনুষদ ভবনে এসে আলোচনা সভা করে। পরে তারা দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে।
বেলা ১১টায় ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজুর নেতৃত্বে ঝাল মিডিয়া চত্বর থেকে একটি শোকর্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিডিয়া চত্বরে এসে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, জুয়েল রানা হালিম, ফয়সাল সিদ্দিকী আরাফাতসহ নেতাকর্মীরা।
এদিকে বেলা ১১টায় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে অপর একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় টেন্টে এসে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, আনিচুর রহমান আনিচ প্রমুখ।
এ ছাড়া ছাত্রীদের আবাসিক হল শেখ হাসিনা হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে পৃথক শোকর্যালি বের করা হয়।