গাড়ি ঠিক করে ফের প্রচারে খালেদা জিয়া
একদিন বিরতি দিয়ে রাজধানীতে বিএনপির সমর্থিত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে বের হয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি তাঁর গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ষষ্ঠ দিনের মতো গণসংযোগে বের হন।
এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে বিভিন্ন স্থানে পাঁচদিন টানা প্রচার চালান খালেদা জিয়া। এর মধ্যে পরপর তিনদিন তাঁর গাড়িবহরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে। সর্বশেষ গত বুধবার রাজধানীর বাংলামোটর এলাকায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িতেই হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখা জানায়, গতকাল বৃহস্পতিবার ভাঙচুর করা গাড়ি মেরামতের জন্য পাঠানো হয়। এ কারণে খালেদা জিয়া নির্বাচনী প্রচারে বের হতে পারেননি। আজ গাড়ির মেরামত শেষ হওয়ায় তিনি প্রচারে বেরিয়েছেন।
ঢাকা উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে মির্জ্জা আব্বাস বিএনপির সমর্থন নিয়ে মেয়র পদে লড়ছেন। আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।