খেলতে গিয়ে নিখোঁজ দুই শিশু, পুকুরে ভাসল লাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/17/photo-1471441778.jpg)
নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বিকেলে উপজেলার পাঙ্গা গ্রামের ত্রি-পদি জলদানপাড়া এলাকার একটি পুকুরে ওই দুই শিশুর লাশ ভেসে উঠে।
নিহত দুই শিশু হলো গ্রামের দিলীপ আহমেদের ছেলে তানজিদ হোসেন (৪) এবং তাঁর ফুফাত বোন পাশের শুটিবাড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে জান্নাতুন বেগম (৪)।
উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে চেয়ারম্যান জানান,কয়েক দিন আগে জান্নাতুন মায়ের সঙ্গে মামার বাড়ি বেড়াতে আসে। আজ দুপুরে সে তার সমবয়সী মামাতো ভাই তানজিদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা হারিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরে দুজনের লাশ ভেসে উঠে।