ভাষাসৈনিক মিছির উদ্দিনের মৃত্যু
ভাষাসৈনিক মিছির উদ্দিন আহমেদ (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টায় কিশোরগঞ্জের শোলাকিয়া সবুজবাগ এলাকার নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মিছির উদ্দিন ইনডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেনিনের বাবা। আজ বাদ জোহর শহীদি মসজিদে জানাজা শেষে শোলাকিয়া নুরানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী মিছির উদ্দিন আহমেদ জীবদ্দশায় বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।