নোটিশ না মানলে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা
আচরণ বিধি ভঙ্গ করে প্রচার না চালাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন (নিক)। এরপরও তিনি বিধি না মানলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নিক সচিব মো. সিরাজুল ইসলাম।
আজ শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে নিক সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এ কথা বলেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া যানবাহন নিয়ে মুভ করতে পারবেন। তবে মোটরকেড (গাড়িবহর) নিয়ে তাঁর প্রচারণা করার সুযোগ নেই। কেননা, মোটরকেড নিয়ে তিনি যেখানেই থামছেন, সেখানেই চলাচলে বিঘ্ন ঘটছে। আচরণবিধিতে স্পষ্টত বলা আছে, জনগণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে প্রচারণা চালানো যাবে না। তবে তিনি
প্রচারণা চালাতে পারবেন, এতে ইসির কোনো আপত্তি নেই।’
খালেদা জিয়া নির্দেশনার না মেনে প্রচারণা চালালে কী করবেন –এমন প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, ‘আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সচিব আরো বলেন, ‘সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছি, তারা যেন আচরণবিধি মেনে প্রচারণা করেন। এ ছাড়া সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এ ছাড়া হুসেইন মুহম্মদ এরশাদকে সতর্ক করা হয়েছে। সরকারের সুবিধাভোগী হওয়ায় তিনিও নির্বাচনী প্রচারণা করতে পারবেন না।’
গাড়িবহর ছাড়া বের হলে, খালেদা জিয়ার নিরাপত্তা কে দেবে, তা জানতে চাইলে নিক বলেন, ‘কোনো ব্যক্তি কারো পক্ষে প্রচারণা চালাতে গেলে যদি নিরাপত্তা চান, সেটি তো নির্বাচন কমিশনকে জানাতে হবে। কারো পক্ষে প্রচারণায় যাওয়ার জন্য নিরাপত্তা চাইলে কমিশন সেটি বিবেচনা করে দেখবে।’
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, ‘কারো অভিযোগের পরিপ্রেক্ষিতে নয়, আগে থেকেই এ প্রক্রিয়া শুরু হয়েছে। ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সংবাদ পর্যালোচনা করেই আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এরই মধ্যে শনিবার সকাল থেকে গাড়িবহর নিয়ে আচরণবিধি লঙ্ঘন করে কোনো ব্যক্তি যেন নির্বাচনে প্রচারণা চালাতে না পারেন, সে জন্য ডিএমপি ও সিএমপি কমিশনারকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।একই সাথে ভ্রাম্যমাণ আদালতকেও আইন ভঙ্গ করলে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য তিন সিটিতেই সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে ২৬ এপ্রিল মধ্যরাত থেকে।