মাগুরায় বিএনপি নেতা নিতাই রায়কে অবাঞ্ছিত ঘোষণা

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করেছেন দলের একাংশের ক্ষুব্ধ নেতাকর্মীরা।
ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, দলে বিশৃঙ্খলা ও দলীয় পদ প্রদানের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগে আজ শনিবার বিকেলে স্থানীয় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নিতাই রায় চৌধুরীর প্রতিকৃতিতে অগ্নিসংযোগ শেষে তাঁকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।
মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলাম আজম সাবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, বর্তমান মহম্মদপুর সদর ইউপির চেয়ারম্যান আকতারুজ্জামান আক্তার, সহকারী অধ্যাপক এস এম ইউনুস আলী, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বক্তব্য দেন।
বক্তারা বলেন, ডিগবাজি খেয়ে বিএনপিতে আসা সাবেক মন্ত্রী ১/১১-এর সংস্কারপন্থী নিতাই রায় চৌধুরী মাগুরা জেলা বিএনপি ধ্বংসের মূল হোতা। সুবিধাবাদী এই নেতার কারণে দলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিএনপির অস্তিত্ব সংকটে পড়ার জন্য নেতারা কেন্দ্রীয় ওই নেতাকেই দায়ী করেন।
মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ কাজী সালিমুল হক কামাল দল থেকে পদত্যাগ করায় তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অবিলন্বে কাজী কামালকে জেলা বিএনপির দায়িত্ব দিলে প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা মান-অভিমান ভুলে জেলা বিএনপিকে সুসংগঠিত ও পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন বলে দলীয় চেয়ারপারসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।