মাগুরার ধনেশ্বরগাতিকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।
বাল্যবিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিন উদ্দিন। সহকারী কমিশনার (ভূমি) সালমা সেলিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইব্রাহিম বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াসুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলার মহিলাবিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধনেশ্বরগাতি ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, রণজিত কুমার, প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস, শংকর বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করে বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠন শিশু নিলয় ফাউন্ডেশন।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হলো। পর্যায় ক্রমে শালিখা উপজেলার সাতটি ইউনিয়নসহ মাগুরা জেলাকে ২০১৬ সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে।