নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৫
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/22/photo-1471843008.jpg)
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খামার গাড়াগ্রাম গ্রামে ঝড়বৃষ্টির মধ্যে তিনটি ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুতায়িত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
গতকাল রোববার রাতে ঝড়ে পরপর তিনটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এরপর পুরো এলাকা বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা গেছেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ, রংপুর মেডিকেলের সার্জন ডা. মো. বাসেদ ও গাড়াগ্রামের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পাঁচজনের বিষয়ে জানা গেছে।
নিহত পাঁচজন হলেন তরিকুল (২৩), হাবু মিয়া (২২), লোকমান (৩৫), তফিল উদ্দিন (২২) ও মোসাফ আলী (৪০)।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রান্সফরমার বিস্ফোরণের পর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুরো গ্রাম বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট ১৩ জনকে রংপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।