সার কারখানার গ্যাস ট্যাংকে ছিদ্র, অনেকে অসুস্থ
চট্টগ্রামের আনোয়ারায় ডাই অ্যামোনিয়াম ফসফেট সার কারখানার (ডিএপি) একটি প্ল্যান্ট ছিদ্র হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ছে। সোমবার রাত ১০টার দিকে কর্ণফুলী নদী তীরবর্তী কর্ণফুলী থানাধীন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) পাশের কারখানাটিতে এ ঘটনা ঘটে।
সার কারখানার অ্যামোনিয়ার প্ল্যান্ট ছিদ্রের কারণে বাতাসে এই গ্যাস ছড়িয়ে পড়ায় আনোয়ারা ও এর পাশের অনেক এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গ্যাস নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের পরিচালক জসিম উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় সার কারখানার একটি গ্যাসের ট্যাংকে বিষ্ফোরণের ঘটনা ঘটে। এসব গ্যাস রাতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। অ্যামোনিয়া গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় মানুষের শ্বাসকষ্ট হচ্ছে।
রাত সোয়া দুইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক পংকজ বড়ুয়া জানান,বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে অন্তত ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া আনোয়ারার বিভিন্ন এলাকা থেকে শ্বাসকষ্টে ভুগে মানুষের অসুস্থ হবার খবর আসছে। তবে শেষরাতে ক্রমশ গ্যাসের তীব্রতা ও ঝাঁজ কমে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান,সার কারখানার দুই পাশে ১০টি ইউনিট কাজ করছে। অ্যামোনিয়া গ্যাসে আক্রান্তদের পানিতে ভেজানো কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।
আর জেলা প্রশাসক জানান,এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।