মেহেরপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে নকলনবিশদের মানববন্ধন

মেহেরপুরে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন জেলা শাখা জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে । ছবি : এনটিভি
মেহেরপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন জেলা শাখা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় মেহেরপুর জেলা রেজিস্ট্রি অফিসের সামনে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় সভাপতি মিজানুর রহমান হিরণের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ পিয়াস, সাবেক সভাপতি খোকন শেখ, নিলুফা ইয়াসমিন, শিরিনা খাতুন, সাবিহা সুলতানা, আব্দুর সবুর, হাফিজুর রহমান, রজিফা খাতুন ।
মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধুর ১৯৭৩ সালের নকলনবিশদের চাকরি জাতীয়করণ ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৮৪ সালের প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবি করেন।