আড়পাড়া কলেজ জাতীয়করণের দাবিতে মাগুরায় মহাসড়ক অবরোধ

মাগুরার শালিখা উপজেলা সদরে ঐতিহ্যবাহী আড়পাড়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কলেজের সামনে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী অবরোধের সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকাপড়ে।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিন উদ্দিন হাওলাদার ও শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনাস্থলে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
এদিকে কলেজটি জাতীয়করণের দাবিতে কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
খলিলুর রহমান সরকারি জাতীয় শিক্ষা নীতিমালা উপেক্ষা করে শালিখা উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে সদ্য প্রতিষ্ঠিত বিহারীলাল ডিগ্রি কলেজ জাতীয়করণ করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সব অবকাঠামো এবং বর্তমানে এক হাজার ২০০ ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও ৩৬ বছরের পুরোনো আড়পাড়া ডিগ্রি কলেজেটি জাতীয়করণ করা হয়নি।’ অবিলম্বে বিহারীলাল ডিগ্রি কলেজের জাতীয়করণ বাতিল করে আড়পাড়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবি জানান তিনি।