পদ্মায় নৌকাডুবি, ৫ যাত্রীর লাশ উদ্ধার
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে ডুবে যাওয়া নৌকার নিখোঁজ ছয় যাত্রীর মধ্যে পাঁচজনের লাশ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন একজন। নিখোঁজ সবার সন্ধান পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া ঘাট থেকে একটি নৌকা পলাশীর চরে যাওয়ার সময় মাঝনদীতে ডুবে যায়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার আলী খান গতকাল জানান, সকালে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে নৌকাটি মাঝনদীতে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ও জেলেরা নৌকায় গিয়ে অনেককে উদ্ধার করেন। কেউ কেউ সাঁতরে তীরে উঠে আসেন। পরে নিখোঁজ ছয়জনকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিখোঁজ যাত্রীদের মধ্যে বেলাল হোসেনের (৪৫) লাশ গতকাল রাতেই উদ্ধার হয়। আজ বুধবার উদ্ধার হয় চান্দির আলী (৩৮), জামাল মণ্ডল (৫২), আরজেদ আলী (৪৩), ভাসান আলী (২৮) ও আসাদ আলীর (৩৮) লাশ। এঁদের মধ্যে চান্দির, জামাল ও আসাদের বাড়ি লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের চকবাদকয়া গ্রামে। অন্যদের বাড়ি একই ইউনিয়নের মোহরকয়া গ্রামে।
এদিকে নিখোঁজ যাত্রী জামরুল ইসলামকে (২৫) জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির পর তিনি একটি চরে উঠতে পেরেছিলেন।
রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওমর ফারুক বলেন, যেহেতু নিখোঁজ সবার সন্ধান পাওয়া গেছে তাই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
উদ্ধার হওয়া যাত্রীরা জানান, নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় মাঝনদীতে স্রোতের চাপে নৌকাটি ডুবে যায়।