নেপালে বিনা মূল্যে ফোন করা যাবে
বাংলাদেশ থেকে ভূমিকম্প বিধ্বস্ত নেপালে বিনা মূল্যে ফোন করা যাবে। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল এ সুযোগ করে দিচ্ছে। আজ রোববার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নেপালে এয়ারটেলের মাধ্যমে বিনা মূল্যে ফোন করা যাবে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, বাংলাদেশে এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা এক বিবৃতিতে নেপালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিপুল মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি জানান, এমন দুর্দিনে এয়ারটেল একটি ছোট উদ্যোগ নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টা এয়ারটেলের নেটওয়ার্কে বাংলাদেশ থেকে নেপালে বিনা মূল্যে ফোন করা যাবে।
গত শনিবার নেপালের লামজুং থেকে ৩৪ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১২টা ১১ মিনিট ২৬ সেকেন্ডে (বাংলাদেশ সময়) প্রথমবার ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। একইদিন স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিট ২৬ সেকেন্ড থেকে রাত ৮টা ১০মিনিট ০২ সেকেন্ড পর্যন্ত প্রায় আট ঘণ্টায় ২৪ বার ভূমিকম্প নেপালে আঘাত হেনেছে।
ভূমিকম্পের আঘাতে নেপালে টেলিফোন নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা চরম বিপর্যস্ত হয়। এই সময় নেপালে থাকা স্বজনদের খোঁজ নিতে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল এই সেবা দিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।