নাটোরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ফুসে উঠেছে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, অনৈতিকতাসহ নানা অভিযোগে বেশ কিছুদিন ধরেই প্রধান শিক্ষক আবদুল হামিদের অপসারণ দাবি করে আসছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেন অভিভাবকরাও। এ অবস্থায় গতকাল থেকে স্কুলটিতে উত্তেজনা দেখা দেয়।
আজ বুধবার সকালে প্রধান শিক্ষক আবদুল হামিদ স্কুলে প্রবেশ করলে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্কুল ছেড়ে চলে যান প্রধান শিক্ষক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিউর রহমান জানান, খুব শিগগির স্কুলটিতে নতুন প্রধান শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে।