মাগুরায় যুবমন্ত্রীর নেতৃত্বে জন্মাষ্টমীর র্যালি

মাগুরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে র্যালিতে নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ছবি : এনটিভি
নানা কর্মসূচির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা মাগুরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাগুরা নিজনান্দুয়ালী পূজামণ্ডপ প্রাঙ্গণ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের নেতৃত্বে শহরে মূল শোভাযাত্রা শুরু হয়।
জন্মাষ্টমীর র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে সাতদোয়া ল্যাংটা বাবার আশ্রমে ধর্মী সমাবেশে শেষ হয়। মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরেন শিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবর রহমান, পুলিশ সুপার এহসান উল্লাহ, চিন্ময়ানন্দ দাস প্রমুখ।