নিয়ম না মেনে জলাধার লিজের প্রক্রিয়ায় কুড়িগ্রামে বিক্ষোভ
কুড়িগ্রামের পাঁচগাছী ছড়া নামের একটি জলাধার নতুন করে লিজ দেওয়ায় এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় মৎস্যজীবী সমিতির সদস্যরা। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই বিক্ষোভ করেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশ থেকে জানানো হয়, জেলা সদরের পাঁচগাছী ছড়াটি গত ২০০৬ সালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ বছররের জন্য মৎস্যজীবী দলকে লিজ দেওয়া হয়। এই লিজ অনুয়ায়ী মৎস্যজীবী সমিতির সদস্যরা এই জলাধারে মাছ চাষের পাশাপাশি সরকারি চালানের মাধ্যমে বিভিন্ন কিস্তিতে সরকারি কোষাগারে অর্থ জমা দিয়ে আসছেন। লিজের মেয়াদ আগামী ২০১৬ সাল পর্যন্ত অব্যাহত থাকার কথা। অথচ নিয়ম না মেনেই এই জলাধার লিজ দেওয়ার জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে এ দরপত্র আহ্বান বাতিল করার দাবি জানান মৎস্যজীবীরা। এ সময় বক্তব্য রাখেন পাঁচগাছী মৎস্যজীবী সমিতির সভাপতি মন্টু রাম দাস, সম্পাদক ঠাকুর দাস, যুগগ্ম সম্পাদক রাজেন চন্দ্র দাসসহ অন্যরা।
পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন মৎস্যজীবী সমিতির সদস্যরা।