মেহেরপুরে সংস্কারের দাবিতে সড়কে যানবাহন চলাচল বন্ধ

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দিতে সংস্কারের দাবিতে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মৃত্যুফাঁদ থেকে বাঁচাতে স্থানীয় লোকজন আজ শনিবার বিকেলে সড়কে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়।
এলাকাবাসী জানায়, এক বছর ধরে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে ছোট গর্তের সৃষ্টি হলেও সংস্কার না করায় সেটি বড় আকার ধারণ করেছে। রূপ নিয়েছে মৃত্যুফাঁদে। সড়কটি দিয়ে চলাচল করা যানবাহন উল্টে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কটি মেরামতের জন্য এলজিইডি মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদারকে বেশ কয়েকবার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই মৃত্যুফাঁদ থেকে বাঁচাতে স্থানীয় লোকজন শনিবার বিকেলে সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
এ ব্যাপারে মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, সড়কটি চলাচলের অযোগ্য হয়েছে অনেক আগেই। সেটি দ্রুত মেরামত করে জনদুর্ভোগ কমাতে গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে।