গাংনীতে পাটের ন্যায্যমূল্যের দাবিতে স্মারকলিপি

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনীতে পাটের ন্যায্যমূল্যের দাবিতে স্মারকলিপি দিয়েছে জেলার ওয়ার্কার্স পার্টি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পাট ও বস্ত্রমন্ত্রীর কাছে গাংনীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামানের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে পাটের সর্বনিম্ন মূল্য প্রতি মণ অন্তত ৩২০০ টাকা, সার ও কীটনাশকের মূল্য কমানোসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়। এ সময় মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, আবদুর রশিদ, হাসেম আলী, তৈয়ব আলী, মজনুল হক, আরজ আলী, আজিজুল হক, মমতাজ বেগমসহ ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।