কারচুপির অভিযোগ, চট্টগ্রামে ভোট বর্জন করলেন মনজুর
সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রামে ভোট বর্জন করলেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মনজুর আলম। ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘোষণা দেন।
চট্টগ্রামে দেওয়ানহাটের কার্যালয়ে মনজুর আলম কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘গত ২৫ বছরের বেশি সময় ধরে আমি কাউন্সিলর ও মেয়র পদে দায়িত্ব পালন করেছি। কিন্তু এমন নজিরবিহীন কারচুপির ঘটনা দেখিনি। তিনি বলেন, যেহেতু নির্বাচন হয়ে যাচ্ছে, সেহেতু নির্বাচন থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। এটাই আমার শেষ নির্বাচন। এটাও বলে দিচ্ছি, আমি রাজনীতি থেকেও নিজেকে গুটিয়ে নিলাম।’urgentPhoto
এ সময় সাবেক এই মেয়র জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন জানিয়ে বলেন, ‘আমার সমাজসেবা কর্মকাণ্ড অব্যাহত থাকবে। রাজনীতিক কর্মকর্তা, নেত্রীবৃন্দ যাঁরা আমাকে সহযোগিতা দিয়েছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এ সময় সেখানে উপস্থিত থাকা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সকাল ১০টার মধ্যে প্রায় ৮০ ভাগ ভোটকেন্দ্র দখল হয়ে গেছে। এখানে জনগণের সঠিক সিদ্ধান্তের প্রতিফলন ঘটবে না। এ কারণে আমরা নির্বাচন থেকে সরে আসতে বাধ্য হয়েছি।’
এর আগে ভোটকেন্দ্র দখলের অভিযোগ করেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মনজুর আলমও। সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডের প্রায় ১২টি কেন্দ্র সকাল ৯টার মধ্যে দখল করে নেওয়ার অভিযোগ করেন তিনি। মনজুর বলেন, কেন্দ্র দখলের মাধ্যমে চট্টগ্রামে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। এ মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হলে তিনিই জয়ী হবেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর কাট্টলী হাজী দাউদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর মনজুর আলম এ অভিযোগ করেন।
টিঅ্যান্ডটি কলোনি প্রাথমিক বিদ্যালয় ও লালখান বাজার শহীদনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই প্রতিনিধিকে মনজুর আলমের এজেন্টরা অভিযোগ করে বলেছেন, তাঁদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দিয়ে নানা ধরনের হুমকি দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের সমর্থক।
এর আগে সাবেক মেয়র মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘নাগরিক কমিটির প্রার্থীর সমর্থকরা বিভিন্ন কেন্দ্র দখল করে মনজুর আলমের পক্ষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছে। নানা রকমের হুমকি দিচ্ছে।’
এসব অভিযোগ প্রত্যাখ্যান করে নাছির উদ্দিন বলেন, ‘শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হচ্ছে না।’ এ নির্বাচনে তিনিই জয়ী হবেন। জয়টা সময়ের ব্যাপার মাত্র।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১৪টি সংরক্ষিত ওয়ার্ড ও ৪১টি সাধারণ ওয়ার্ডে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত কাউন্সিলর ৬২ ও সাধারণ কাউন্সিলর পদে ২১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে নারী ভোটার আট লাখ ৭৬ হাজার ৩৯৬ জন এবং পুরুষ ভোটার নয় লাখ ৩৭ হাজার ৫৩ জন।