জলাবদ্ধতা নয়, অপরিচ্ছন্নতা প্রধান সমস্যা : নাছির
জলাবদ্ধতা নয়, অপরিচ্ছন্নতাই বন্দরনগরীর প্রধান সমস্যা উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাসির উদ্দিন। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বন্দরনগরীর হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর লালদীঘি ময়দানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
মেয়র আ জ ম নাছির বলেন, ‘চট্টগ্রামে জলাবদ্ধতা হয় বর্ষার সময় কয়েক ঘণ্টা। তবে পুরো বছর অপরিচ্ছন্ন নগরীতে পরিণত হওয়ায় এ শহর তার ঐতিহ্য হারিয়েছে। তাই বর্তমানে অপরিচ্ছন্নতাই প্রধান সমস্যা বলে মনে করছেন তিনি। এ সমস্যা সমাধানে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তত বলেও জানান মেয়র।
মেয়র আরো বলেন, আগামী ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে তিনি সিটি করপোরেশেনের দায়িত্বভার গ্রহণ করবেন। শপথ নেওয়ার পর এরই মধ্যে সিটি করপোরেশনের চারটি বিভাগের সাথে মতবিনিময় করেছেন। আগামী ২৫ ও ২৬ মে আরো দুটি বিভাগের সাথে মতবিনিময় করবেন।
করপোরেশনের সব সমস্যা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে কর্মপরিধি তৈরি করতে চান বন্দরনগরীর মেয়র। পরে ৪১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে দলমত নির্বিশেষে মতবিনিময় করবেন। সেখানে সব পেশার লোকজন দলমত নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। সব সমস্যা সম্পর্কে অবগত হয়ে কীভাবে সমাধান করা যায় তার কর্মপরিকল্পনা তৈরির কথাও জানান নাছির।
সংবর্ধনা সভায় উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চেীধুরী, দক্ষিণ জেলা সভাপতি মোসলেম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হক প্রমুখ বক্তব্য দেন।