মাগুরায় জঙ্গিবাদের বিরুদ্ধে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

১৫ আগস্ট ও ২১ আগস্টের নির্মম হত্যাকাণ্ড জঙ্গিবাদের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি। আজ সোমবার সকাল ১০টায় মাগুরা সদর হাসপাতালের সামনে বিশ্বরোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাগুরার ওষুধ ব্যবসায়ী এবং সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মাগুরা জেলা শাখার সভাপতি বাসুদেব কুণ্ডু ও সাধারণ সম্পাদক মুন্সি আলী হায়দার। বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবার থেকে গণসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।