সরেজমিন
‘দোয়া করবেন, যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারি’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের সংশয় সকাল থেকেই ছিল। সকালে নগরের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি ভোটকেন্দ্রে বিএনপি ও গণসংহতি আন্দোলন সমর্থিত মেয়র পদপ্রার্থীর পোলিং এজেন্টদের ধাওয়া দেয় আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হকের সমর্থকরা।
সকাল সাড়ে ১০টার দিকে কথা হয় নগরের ৫ নম্বর ওয়ার্ডের বাউনিয়া বাঁধ ব্লক ‘এ’ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে। মোস্তফা কামাল পেশায় ব্যাংক কর্মকর্তা এবং সরকারি আদেশে আজ মঙ্গলবার প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।
মোস্তফা কামাল জানান, ভোটকেন্দ্রে তখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। তবে অনেক প্রার্থীর পোলিং এজেন্ট খুঁজে পাননি তিনি।
ওই কর্মকর্তা বলেন, তাঁর কেন্দ্রে প্রায় দুই হাজার ভোটার এবং এ কারণে তাঁরা সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু করেছেন।
তখন পর্যন্ত অনেক প্রার্থীর পোলিং এজেন্টরা আসছিলেন ফরম হাতে করে। তাঁদের অভিযোগ ছিল, কেন্দ্রের বাইরে বিরোধী পক্ষের লোকেরা ফরম ছিনিয়ে নিয়ে ছিঁড়ে দিয়েছে। এসব নিয়ে খুব ব্যস্ত থাকতে দেখা যায় মোস্তফা কামালকে। যদিও ভোট শুরুর আগেই ওই সব ফরম দাখিল হয়ে যাওয়ার কথা ছিল।
কাজের ফাঁকে একসময় জিজ্ঞাসা করেন, ‘ভাই, অন্যসব কেন্দ্রের অবস্থা কেমন দেখলেন?’ অবস্থা জেনে বিদায়ের সময় মোস্তফা কামাল এনটিভি অনলাইনের এ প্রতিবেদককে বলেন, ‘দোয়া করবেন, যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারি।’ তাঁর চোখে-মুখে তখন হাসির সঙ্গে ভয়ের ছাপ।