মেহেরপুরে নকল সার তৈরি করায় জরিমানা

মেহেরপুর শহরের শেখ পাড়ায় লাইসেন্স বিহীন নকল সার প্রস্তুত ও বাজারজাত করণের দায়ে কারখানার মালিক, ব্যবস্থাপক ও দারোয়ানকে জরিমানা ও সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন এ আদালত পরিচালনা করেন।
দণ্ডিতদের মধ্যে কারখানার মালিক মশিউজ্জামান বাবুকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল, ব্যবস্থাপক সজলকে পাঁচ হাজার টাকা ও দারোয়ান শিশিরকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের নেতৃত্বে শহরের শেখপাড়ায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন সার কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযান চলাকালে কারখানার মালিক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় সার তৈরির বিভিন্ন উপকরণ, তৈরি করা ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার, সার তৈরির মেশিন জব্দ করে মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজতুল্লার জিম্মায় দেওয়া হয়।
পরে মালিকসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, সহকারী উদ্ভিদ কর্মকর্তা আবদুর রকিব সেখানে উপস্থিত ছিলেন
ভ্রাম্যমাণ আদালত বিচারক আরিফ হোসেন জানান, লাইসেন্স বিহীন ভেজাল সার প্রস্তুত ও বাজারজাতকরণ সার ব্যবস্থাপনা আইন-২০০৬ (২০০৮ পর্যন্ত সংশোধিত) ১৭ (১) লঙ্ঘন এবং ১৭ (৩) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁদের জরিমানা করা হয়। একই সঙ্গে সার কারখানাটি মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজতুল্লার জিম্মায় দেওয়া হয়। সেই সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব লাইসেন্সের অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়।