লক্ষ্মীপুরে দুই লাখ চিংড়ি রেণুসহ আটক ৪
লক্ষ্মীপুরে প্রায় দুই লাখ গলদা চিংড়ির রেণুসহ চারজনকে আটক করা হয়েছে। পরে এদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে এসব চিংড়ির রেণু শহরের রহমতখালী খালে অবমুক্ত করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন মিয়া জানান, সোমবার গভীর রাতে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদী থেকে গলদা চিংড়ির রেণুগুলো সংগ্রহের পর পিকআপ ভ্যান বোঝাই করে দেশের উত্তরাঞ্চলে নেওয়া হচ্ছিল। এমন খবর পেয়ে শাকচর ইউনিয়নের কাদিরা গোজা এলাকা থেকে প্রায় দুই লাখ রেনুসহ চারজনকে আটক করে পুলিশ। এরা হলো যশোরের আলতাফ এবং লক্ষ্মীপুরের রায়পুরের আবদুল কাদের, মো. সালাহউদ্দিন, প্রণব মণ্ডল।
পরে তাদের আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান।
পরে আজ বিকেলে চিংড়ির রেণুগুলোকে শহরের রহমতখালী খালে অবমুক্ত করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ জানান, জাটকা ইলিশ রক্ষার্থে মেঘনা নদীর লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া নদী থেকে বাগদা ও গলদা চিংড়ির রেণু আহরণও নিষিদ্ধ রয়েছে।