যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিষয়ে শুনানি কাল
বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মীয় উগ্রবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় (হাউস অব রেপ্রিজেন্টেটিভস) একটি শুনানির আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, ‘বাংলাদেশের ভঙ্গুর অবস্থা : রাজনৈতিক ও ধর্মীয় উগ্রবাদ’ শীর্ষক এ শুনানির আয়োজক হাউস কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপকমিটি। প্রতিনিধি সভার রেবার্ন হাউস অফিস বিল্ডিংয়ে এ শুনানি হবে।
শুনানিতে উপস্থিত থাকবেন দ্য ডেডিস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসির এশিয়ান স্টাডিজ সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো লিসা কুর্টিস, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আলী রীয়াজ ও হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের সরকার সম্পর্ক বিভাগের পরিচালক জে কানসারা।