গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি রেজাউল হক।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি আবদুর রাজ্জাক মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, যুবদল সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বাবলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদাল হকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।